সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু
দুই মাসের বেশি সময় পর সীমিতভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার আমিনুল হক আজ রোববার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ও কালনী এক্সপ্রেস যথাক্রমে চট্টগ্রাম ও সিলেট থেকে ঢাকা অভিমুখে রওনা হয়েছে।’
ঢাকা থেকে প্রথম ট্রেন চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস আজ দুপুর দেড়টায় ছেড়ে যাবে বলেও জানান তিনি।
আজ আটটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে উল্লেখ করে তিনি আরও জানান, আগামী ৩ জুন আরও ১১টি ট্রেন এর সঙ্গে যোগ হবে।
স্বাস্থ্য ঝুঁকি এড়াতে গতকাল দুপুর থেকে অনলাইনে সব টিকিট বিক্রি শুরু করে রেল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাস সংক্রমণে কারণে গত ২৪ মার্চ ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
Comments