আদিতমারীতে শনাক্ত ১৪ জনই সুস্থ হয়েছেন
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শনাক্ত ১৪ জনই করোনা থেকে সুস্থ হয়েছেন। আজ রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূর আরেফিন প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘উপজেলার পূর্ব দৌলজোর গ্রামে ঢাকাফেরত এক পোশাক শ্রমিক প্রথম আক্রান্ত হন। তার বাড়ি লকডাউন করা হয়। এরপর তার পরিবারের সদস্য, স্বাস্থ্যকর্মী ও নার্সসহ মোট ১৪ জন করোনায় আক্রান্ত হন। তাদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়। পর্যায়ক্রমে তারা সবাই সুস্থ হয়েছেন। গতকাল সর্বশেষ পাঁচ জনের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। করোনা সংক্রমণের কারণে যেসব বাড়ি ও প্রতিষ্ঠান লকডাউন করা হয়েছিল, সেগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে।’
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘করোনা থেকে সুস্থ হওয়ায় ১৪ জনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। লকডাউন প্রত্যাহার করা হয়েছে।’
Comments