পুরোদমে অনুশীলন শুরু করছে লা লিগার ক্লাবগুলো
দলের সবাইকে নিয়ে পুরোদমে অনুশীলন করার অনুমতি পেয়েছে লা লিগার ক্লাবগুলো। প্রতিযোগিতাটি মাঠে ফেরাতে স্প্যানিশ সরকারের বেঁধে দেওয়া চার ধাপের প্রস্তুতি পর্বের শেষ ধাপ এটি।
শনিবার এক বিবৃতিতে লা লিগা কর্তৃপক্ষ পুরো দলের একসঙ্গে অনুশীলনের বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, ‘(করোনাভাইরাসের কারণে গৃহীত) বিধিনিষেধ শিথিলের পর সরকারের সর্বশেষ স্বাস্থ্য বিষয়ক আদেশের প্রেক্ষিতে ক্লাবগুলো আগামী ১ জুন (সোমবার) থেকে সম্মিলিত প্রশিক্ষণ শুরু করবে।’
প্রস্তুতি পর্বের প্রথম ধাপে ছিল লা লিগার ২০টি ক্লাবের সব খেলোয়াড় ও কোচিং স্টাফদের করোনাভাইরাস পরীক্ষা করানো। এরপর গেল ৪ মে থেকে ফুটবলাররা একক পর্যায়ে অনুশীলন করার অনুমতি পান।
তৃতীয় ধাপে গেল ১৮ মে থেকে দলীয় অনুশীলন শুরু করেছে ক্লাবগুলো। প্রথম দফায় একসঙ্গে সর্বোচ্চ দশ জনকে অনুশীলন করার অনুমতি দেওয়া হয়। আর গেল সোমবার থেকে ১৪ জনের দল বানিয়ে অনুশীলন করছেন খেলোয়াড়রা।
গেল মার্চ থেকে স্থগিত থাকা লা লিগার ২০১৯-২০ মৌসুম আগামী ১১ জুন ফের শুরু হবে। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। সমান ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে তাদের ঠিক পেছনেই আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। লিগের এখনও ১১ রাউন্ডের খেলা বাকি।
Comments