করোনায় সাবেক সচিব বজলুল করিম চৌধুরীর মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে সাবেক সচিব এম বজলুল করিম চৌধুরী মারা গেছেন। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬১ বছর।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। বজলুল করিম চৌধুরীর মৃত্যু তিনি গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘গত ২২ মে তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ২৩ মে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। মৃত্যুর আগে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার স্ত্রী নাজমুন নাহার লিপি করোনায় আক্রান্ত হয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’
রাজবাড়ি জেলার কৃতি সন্তান বজলুল করিম চৌধুরী ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত টাঙ্গাইল জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। এরপর তাকে ঢাকা বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ সচিব হিসেবে তিনি অবসর নেন।
বজলুল করিম চৌধুরীর মৃত্যুতে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
Comments