মানিকগঞ্জে আরও ৯ জনসহ মোট করোনা আক্রান্ত ১৪৯
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১৪৯ জন। আজ রবিবার বিকেলে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেন।
ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, ‘নতুন আক্রান্ত নয় জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় সাত জন এবং শিবালয় ও সাটুরিয়া উপজেলায় এক জন করে আছেন। এ পর্যন্ত মোট ২ হাজার ৪০৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ২ হাজার ১৩৫ টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজিটিভ পাওয়া গেছে ১৪৯ জনের। আক্রান্তদের মধ্যে ২১ জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং ১০৫ জন নিজ বাড়িতে আসোলেশনে আছেন। অন্যরা সুস্থ হয়েছেন।’
আক্রান্ত ১৪৯ জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩৬ জন। এরমধ্যে শুধু পৌরসভায় আছেন ২৮ জন। এ ছাড়া, সিংগাইর উপজেলায় ৪১ জন, ঘিওর উপজেলায় ২৮ জন, সাটুরিয়া উপজেলায় ১৮ জন, হরিরামপুর উপজেলায় ১৫ জন, শিবালয় উপজেলায় ৯ জন ও দৌলতপুর উপজেলায় দুই জন।
এ পর্যন্ত জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আট জন। নিহতদের মধ্যে পাঁচ জন পুরুষ, দুই জন নারী ও এক জন কিশোর। এছাড়া, করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মারা গেছেন দুই জন। এক জন হরিরামপুরে এবং অন্যজন সিংগাইর উপজেলায়।
Comments