চাঁদপুরে আইসোলেশন ওয়ার্ডে আরও দুজনের মৃত্যু
চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়ার কিছু সময় পরে শ্বাসকষ্টে আরও দুজনের মৃত্যু হয়েছে।
আজ রোববার চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘দুজনই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন। এরমধ্যে সকাল ১০ টায় ভর্তি হন একজন। তিনি ভর্তি হওয়ার ৫০ মিনিট পর মারা যান। অপরজন বিকেল টায় ভর্তি হন। তিনিও ভর্তি হওয়ার ১০ মিনিটের মাথায় মারা যান। মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের বিশেষ ব্যবস্থায় দাফনের প্রক্রিয়া চলছে।’
Comments