নারায়ণগঞ্জে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৪
নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে আরও তিন জন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮০ জনে।
রোববার বিকেলে দ্য ডেইলি স্টারকে নারায়ণগঞ্জ সিভিল সার্জন মুহাম্মদ ইমতিয়াজ এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ১১টা পর্যন্ত) ৯৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ১০৪ জনের করোনা পজিটিভ এসেছে। মারা যাওয়া তিন জনের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার দুজন ও রূপগঞ্জের একজন।
সিভিল সার্জন বলেন, এখন পর্যন্ত ১২ হাজার ২৬৯ জনের নমুনা সংগ্রহ করে ২ হাজার ৭৮৮ কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় সব থেকে বেশি করোনা আক্রান্ত হয়েছে। এখানে ১১৪৮ জন আক্রান্তের মধ্যে ৫২ জন মারা গেছেন ও সুস্থ হয়েছেন ৪৬২ জন। এরপরই সদর উপজেলায় আক্রান্ত ৮৬৭ জনের মধ্যে মারা গেছে ১৮ জন আর সুস্থ হয়েছেন ২২৯ জন। রূপগঞ্জে ৩২৯ জন আক্রান্তের মধ্যে দুজন মারা গেছেন ও ৮ জন সুস্থ হয়েছেন। সোনারগাঁওয়ে ২১৬ জন আক্রান্তের মধ্যে ৬ জন মারা গেছেন ও ২০ জন সুস্থ হয়েছেন। আড়াইহাজার উপজেলায় ১৫০ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছে ৩০ জন। বন্দর উপজেলায় ৭৮ জন আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন ও সুস্থ হয়েছেন ১৭ জন।
Comments