জয়পুরহাটে চিকিৎসকসহ আরও ১৯ জনের করোনা শনাক্ত
জয়পুরহাটে দুই চিকিৎসকসহ আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্তান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৪ জনে।
গতকাল শনিবার ৩১৯ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা।
আক্রান্ত দুই চিকিৎসক সহকারী সার্জন হিসেবে জয়পুরহাট জেলা সিভিল সার্জন কার্যালয় ও আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছিলেন। পরে গোপীনাথপুর আইসোলেশন সেন্টার ইউনিটের অতিরিক্ত দায়িত্বে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।
সিভিল সার্জন জানান. আক্রান্ত চিকিৎসকদের একজন গোপীনাথপুর আইসোলেশনে এবং একজন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এছাড়া জয়পুরহাটের পালি গ্রামে ১২ জন, সদর উপজেলায় দুজন, ক্ষেতলাল উপজেলায় দুই জন, পাঁচবিবি উপজেলার একজন আক্রান্ত হয়েছেন।
Comments