কুমিল্লায় ২৪ ঘণ্টায় রেকর্ড ১০৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

স্টার অনলাইন গ্রাফিক্স

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যা জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৯৭৫ জন। এ ছাড়াও. গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

আজ রোববার কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নেয়াতুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, আজকে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে কুমিল্লা সিটি করপোরেশন অর্থাৎ কুমিল্লা নগরীতে মোট ৩৬ জন। এরপর দেবিদ্বার ২১ জন, লাকসাম ১৭, নাঙ্গলকোট নয়, চৌদ্দগ্রাম ছয়, মনোহরগঞ্জ ও বরুড়ায় চার জন করে, হোমনা তিন, আদর্শ সদর দুই, এবং বুড়িচং ও মেঘনায় এক জন করে।

গত ২৪ ঘণ্টায় কুমিল্লার লালমাইতে ও কুমিল্লা মহানগরে এক পুরুষ ও এক নারীর মুত্যু হয়েছে।

রোববার কুমিল্লা নগরীতে করোনা আক্রান্ত হয়ে ওই নারীর মৃত্যু হয়। আজ সকালে নগরীর ফরটিস হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে তিনি মারা যান। দুপুরে নগরীর টমছম ব্রিজ কবরস্থানে তাকে দাফন করা হয়। করোনা উপসর্গ থাকায় গত ২৪ মে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। গত ২৭ মে পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। তিনি তার ছেলের দ্বারা আক্রান্ত হন বলে জানা গেছে। তবে, তার ছেলে সুস্থ আছেন।

অপর দিকে লালমাইতে আক্রান্ত ব্যক্তি ষাট বছর বয়সী একজন কাপড় ব্যবসায়ী। তিনি কয়েকদিন যাবত করোনা আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার ইয়াসির আরাফাত।

আজ মারা যাওয়া দুজনসহ এ পর্যন্ত কুমিল্লায় মোট মারা গেছে ২৮ জন। জেলায় মোট নমুনা নেওয়া হয়েছে ৯ গাজার ২০৩ জনের। এ পর্যন্ত রিপোর্ট পাওয়া গেছে ৮ হাজার ২৯৫ জনের। সুস্থ হয়েছে ২৪ জন, মোট সুস্থ হয়েছেন ১৩৮ জন।

Comments

The Daily Star  | English
Mirza Fakhrul on polls

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

1h ago