মাদারীপুরে ৩ পুলিশ সদস্যসহ আরও ২৩ জনের করোনা শনাক্ত

মাদারীপুরে তিন পুলিশ সদস্যসহ একদিনে জেলায় সর্বোচ্চ ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জনে। জেলা সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আক্রান্ত তিন পুলিশ সদস্য কালকিনি থানার। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা বলেন, থানার তিন পুলিশ সদস্য সুস্থ আছেন, এখন পর্যন্ত কোন উপসর্গ দেখা যাচ্ছে না। এরপরেও তাদের সংস্পর্শে থাকা পুলিশ সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে।
এদিকে, সদর উপজেলায় করোনায় আক্রান্ত নতুন দুজনকে খুঁজে পাচ্ছে না পুলিশ। একজন নমুনা দিয়ে ঢাকায় কাজে যোগ দিয়েছেন। আরেকজন ভুল ঠিকানা দেওয়ায় খুঁজে পাওয়া যাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘নতুন আক্রান্ত দুজন অসচেতন। একজনের ফোন নম্বর বন্ধ, ঠিকানাও ভুল। তাকে আমরা খুঁজে পাচ্ছি না। তিনি জানেনও না তিনি কোভিড-১৯ এ আক্রান্ত। অপর একজন ঢাকায় গিয়ে কাজ শুরু করেছেন। ফোন করা হলে তার ঠিকানা তিনি বলছেন না। তিনি নিজেকে সুস্থ দাবি করে ফোনও আর ধরছেন না।’
জেলা সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় সর্বোচ্চ ২৪৪ জনের করোনা পরীক্ষার প্রতিবেদন আসে স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ২৩ জনের পজিটিভ এসেছে আর নেগেটিভ এসেছে ২২১ জনের। নতুন শনাক্ত ২৩ জনের মধ্যে ১৫ জন রাজৈর উপজেলার। কালকিনিতে আক্রান্ত হয়েছেন চার জন। এসময় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন পাঁচ জন।
Comments