ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তল-গুলিসহ যুবলীগ নেতা আটক

ব্রাহ্মণবাড়িয়ার টেংকেরপাড় এলাকা থেকে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ জেলা যুবলীগের সহ-সভাপতিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
Jubo League leader detained.jpg
পিস্তল-গুলিসহ আটক যুবলীগ নেতা সুমন মিয়া। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার টেংকেরপাড় এলাকা থেকে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ জেলা যুবলীগের সহ-সভাপতিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ রবিবার দুপুরে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ।

আটককৃত সুমন মিয়া (৪৪) ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি ও মধ্যপাড়ার বাসিন্দা মুসলিম মিয়ার ছেলে। সুমন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে অভিযান পরিচালনা করে রিভলবার ও গুলিসহ সুমন মিয়াকে আটক করা হয়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

The Daily Star  | English

Fashion brands face criticism for failure to protect labour rights in Bangladesh

Fashion brands, including H&M and Zara, are facing criticism over their lack of action to protect workers' basic rights in Bangladesh, according to Clean Clothes Campaign (CCC)..One year after a violent crackdown by state actors and employers against Bangladeshi garment workers protesting

5m ago