ঠাকুরগাঁওয়ে একই পরিবারের ৫ জনসহ ২৫ জনের করোনা শনাক্ত
ঠাকুরগাঁওয়ে একই পরিবারের পাঁচ জনসহ নতুন করে আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা ১০৯ জনে দাঁড়িয়েছে।
শনাক্তদের মধ্যে ঢাকাফেরত রানীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামের ৮০ বছর বয়সী এক মৃত বৃদ্ধাও রয়েছেন। গত ২৪ মে তিনি গ্রামের বাড়িতে মারা যান।
আজ রোবাবার সকালে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মো. মাহফজুর রহমান সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন। আক্রান্ত ২৫ জনের মধ্যে ১০ জন পুরুষ, ১৩ জন নারী ও দুই জন শিশু। এদের বয়স ০৩ বছর থেকে ৮০ বছরের মধ্যে।
আক্রান্তদের মধ্যে ঠাকুরগাঁও পৌরসভায় একই পরিবারের ৫ জনসহ সদর উপজেলায় ১১ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় দুই জন, পীরগঞ্জ উপজেলায় এক স্বাস্থ্যকর্মীসহ চার জন, হরিপুর উপজেলায় তিন জন ও রাণীশংকৈল উপজেলায় পাঁচ জন। এরা সকলেই ঢাকা ও নারায়ণগঞ্জফেরত।
করোনা পরীক্ষায় গত ২৪ থেকে ২৭ মে পর্যন্ত নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়।
গতকাল শনিবার সন্ধ্যায় প্রাপ্ত রিপোর্টে ২৫ জনের কোভিড-১৯ পজিটিভ আসে। আক্রান্তদের শারীরিক অবস্থা বিবেচনা করে নিজ নিজ বাড়িতে, সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Comments