করোনাভাইরাস

বিশ্বে মৃত্যু ৩ লাখ ৭২ হাজার, যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪ হাজারের বেশি

বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে ৩ লাখ ৭২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৬১ লাখেরও বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় সাড়ে ২৬ লাখ মানুষ।
স্পেনে পিসিআর পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করছেন এক নার্স। ২৭ মে ২০২০। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে ৩ লাখ ৭২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৬১ লাখেরও বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় সাড়ে ২৬ লাখ মানুষ।

আজ সোমবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬১ লাখ ৬৬ হাজার ৯৭৮ জন এবং মারা গেছেন ৩ লাখ ৭২ হাজার ৩৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২৬ লাখ ৪১ হাজার ৩৩০ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৯০ হাজার ১৯১ জন এবং মারা গেছেন ১ লাখ ৪ হাজার ৩৮৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৪ হাজার ৭৫৮ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৪ হাজার ৮৪৯ জন, মারা গেছেন ২৯ হাজার ৩১৪ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৬ হাজার ৫৫৫ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৮ হাজার ৫৭১ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ১৫৬ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ১৯০ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়াতেও। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫ হাজার ৮৪৩ জন এবং মারা গেছেন ৪ হাজার ৬৯৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৮৮৩ জন।

এ ছাড়া, ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৪৭৯ জন, মারা গেছেন ২৭ হাজার ১২৭ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ৯৯৭ জন, মারা গেছেন ৩৩ হাজার ৪১৫ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৫০৭ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৯ জন, মারা গেছেন ২৮ হাজার ৮০৫ জন এবং সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৪৭৩ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৪১০ জন, মারা গেছেন ৮ হাজার ৫৪০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৩৫২ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৪৬৬ জন, মারা গেছেন ৭ হাজার ৭৯৭ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৮৪৮ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৯৪২ জন, মারা গেছেন ৪ হাজার ৫৪০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৯৭৩ জন।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৬০৯ জন, মারা গেছেন ৫ হাজার ৪০৮ জন এবং সুস্থ হয়েছেন ৯১ হাজার ৮৫২ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ১৪৬ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৩৮৯ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৪৭ হাজার ১৫৩ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৬৫০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৮১ জন।

Comments

The Daily Star  | English

Over 5,500 held in one week

At least 738 more people were arrested in the capital and several other districts in 36 hours till 6:00pm yesterday in connection with the recent violence across the country.

14h ago