করোনাভাইরাস

বিশ্বে মৃত্যু ৩ লাখ ৭২ হাজার, যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪ হাজারের বেশি

বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে ৩ লাখ ৭২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৬১ লাখেরও বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় সাড়ে ২৬ লাখ মানুষ।
স্পেনে পিসিআর পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করছেন এক নার্স। ২৭ মে ২০২০। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে ৩ লাখ ৭২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৬১ লাখেরও বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় সাড়ে ২৬ লাখ মানুষ।

আজ সোমবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬১ লাখ ৬৬ হাজার ৯৭৮ জন এবং মারা গেছেন ৩ লাখ ৭২ হাজার ৩৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২৬ লাখ ৪১ হাজার ৩৩০ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৯০ হাজার ১৯১ জন এবং মারা গেছেন ১ লাখ ৪ হাজার ৩৮৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৪ হাজার ৭৫৮ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৪ হাজার ৮৪৯ জন, মারা গেছেন ২৯ হাজার ৩১৪ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৬ হাজার ৫৫৫ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৮ হাজার ৫৭১ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ১৫৬ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ১৯০ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়াতেও। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫ হাজার ৮৪৩ জন এবং মারা গেছেন ৪ হাজার ৬৯৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৮৮৩ জন।

এ ছাড়া, ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৪৭৯ জন, মারা গেছেন ২৭ হাজার ১২৭ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ৯৯৭ জন, মারা গেছেন ৩৩ হাজার ৪১৫ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৫০৭ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৯ জন, মারা গেছেন ২৮ হাজার ৮০৫ জন এবং সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৪৭৩ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৪১০ জন, মারা গেছেন ৮ হাজার ৫৪০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৩৫২ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৪৬৬ জন, মারা গেছেন ৭ হাজার ৭৯৭ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৮৪৮ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৯৪২ জন, মারা গেছেন ৪ হাজার ৫৪০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৯৭৩ জন।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৬০৯ জন, মারা গেছেন ৫ হাজার ৪০৮ জন এবং সুস্থ হয়েছেন ৯১ হাজার ৮৫২ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ১৪৬ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৩৮৯ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৪৭ হাজার ১৫৩ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৬৫০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৮১ জন।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

8h ago