গাজীপুরে র্যাবের সঙ্গে ‘গুলিবিনিময়ে’ মাদক চোরাকারবারির মৃত্যু
গাজীপুরে মাদক চোরাকারবারিদের সঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাবের) ‘গুলিবিনিময়ে’ নুরুল হক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
র্যাবের দাবি, নিহত নুরুল হক একজন মাদক চোরাকারবারি।
র্যাব-১ এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, ট্রাকে করে মাদকের একটি বড় চালান আসার তথ্য ছিল তাদের কাছে। সে অনুযায়ী তারা আশুলিয়া মহাসড়কে একটি টহল বসান। গতরাত ৩টার দিকে একটি ট্রাককে আসতে দেখে র্যাব সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। কিন্তু চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন এবং ট্রাক থেকে র্যাব সদস্যদের দিকে গুলি ছোড়া হয়। র্যাবও পাল্টা গুলি করে। এতে একজন গুলিবিদ্ধ হন এবং বাকিরা পালিয়ে যান।
তিনি আরও জানান, গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজন র্যাব সদস্য আহত হয়েছেন।
ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও এক লাখ ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
Comments