লিবিয়ায় মানবপাচার চক্রের ‘অন্যতম হোতা’ হাজী কামাল র্যাবের হাতে আটক

লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নিহতের ঘটনায় মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে (৫৫) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৩ এর অপারেশনস অফিসার আবু জাফর মো. রহমতউল্লাহ দ্য ডেইলি স্টারকে জানান, আজ সোমবার ভোরে রাজধানীর শাহাজাদপুর এলাকা থেকে কামাল হোসেনকে আটক করা হয়।
নিহত ২৬ জনের মধ্যে বেশ কয়েকজনকে কামাল হোসেন নিজে লিবিয়ায় পাঠিয়েছিলেন বলে জানিয়েছেন এই র্যাব কর্মকর্তা।
তিনি আরও জানান, এই ২৬ জন বাংলাদেশিকে লিবিয়ায় পাঠানোর কাজে আরও কয়েকজন জড়িত ছিলেন। তাদের আটকের চেষ্টা চলছে।
র্যাবের দাবি, আটক কামাল হোসেনের পাসপোর্ট জব্দ করা হয়েছে এবং পাচারকারী চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা হয়েছে।
আজ দুপুর দেড়টায় টিকাটুলিতে র্যাব-৩ এর কার্যালয়ে ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
Comments