ছোট রানআপের পেছনের গল্প জানালেন বুমরাহ

jasprit bumrah
ফাইল ছবি: এএফপি
কয়েক স্টেপ দৌড়ে এসে বল ছুঁড়েন। স্পিনারদের থেকে খানিকটা বেশি। কিন্তু বলের গতি থাকে ঠিকই তীব্র। ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে নিয়মিত বল করে ব্যাটসম্যানদের ভড়কে দেন জাসপ্রিট বুমরাহ। সাধারণত গতিময় পেসারদের রানআপ হয় লম্বা। বুমরাহ জানালেন তার এই ছোট্ট রানআপের পেছনে আছে এক গল্প। 
 
বুমরাহর বোলিং অ্যাকশন আর রান আপ প্রায়ই হয় আলোচনার খোরাক। কদিন আগে কিংবদন্তি ক্যারিবিয়ান পেসার ইয়ান বিশপ আলাপটা তুলেছিলেন আবার, বিস্ময় জানিয়েছিলেন বুমরাহর রান আপ নিয়ে। 
 
 
শন পোলক আর বিশপের সঙ্গে রোববার এক লাইভ আড্ডায় ফের উঠে এই প্রসঙ্গে। ভারতীয় পেস সেনসেশন জানান, শৈশবের সীমাবদ্ধ পরিবেশের ফলেই তিনি আত্মস্থ করে ফেলেছেন এই ব্যতিক্রমী দক্ষতা,  ‘ছোটবেলায় বাড়ির উঠোনে খেলতাম। কিন্তু সেখানে দৌড়ানোর জায়গা ছিল কম। আমি এখন যতটা দৌড়াই এরচেয়ে বেশি জায়গা ছিল না। উপায় না দেখেই তাই অতটুকু দৌড়াতাম।’
 
রানআপের মতো অ্যাকশন নিয়েও প্রায়ই অনেকের প্রশ্নের জবাব দিতে হয় বুমরাকে। জানালেন শৈশবে অন্য সবার মতো ছকে বাধা কোচিং করার সুযোগ হয়নি তার। সবটাই টিভিতে খেলা দেখে নিজে নিজেই শিখেছেন তিনি, ‘আমি সেভাবে প্রথাগত কোচিং পাইনি, কোন ট্রেনিং ক্যাম্প করেনি। আজ পর্যন্ত যাই শিখেছি, সবই নিজে নিজে, ভিডিও বা টিভিতে খেলা দেখে।’
 
অ্যাকশনে বিচিত্র ভঙ্গি থাকায় চোটের শঙ্কাও থাকে। এই ব্যাপারে অ্যাকশন শোধরানোর প্রস্তাব পেলেও নিজের সহজাত ভঙ্গিই ধরে এগুতে চেয়েছেন তিনি। তার মতে অ্যাকশন বা রানআপ কোন কিছুই বদলানোর দরকার নেই, ‘অনেকে অনেক কিছু বলেন। কারও কথা না শুনে নিজের শক্তির উপর আস্থা দিয়েছি। আর ছোট রানআপে গতি থাকলে রান আপ বাড়াতে যাব কেন।’

Comments

The Daily Star  | English

BNP hosts discussion on first anniversary of July uprising

Leaders recall sacrifices, call for unity at Dhaka gathering

46m ago