লালমনিরহাটে ৯০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা
বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো ত্রাণ সহায়তা লালমনিরহাটের সীমান্তবর্তী ও তিস্তা নদীর চরাঞ্চলের ৯০০ দুস্থ পরিবারের মাঝে বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রোববার লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের সার্বিক তত্ত্বাবধানে এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে চার কেজি চাল, চার কেজি আটা, দুই কেজি ডাল, এক প্যাকেট লবণ দেওয়া হয়। এ ছাড়াও, ৫৫০টি মাস্ক ও ১০০টি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
লালমনিরহাট সদর উপজেলার তিস্তা নদীর চর এলাকার কালমাটি গ্রামের বাসিন্দা রাবেয়া বেওয়া (৬৫) বলেন, ‘এ ত্রাণ সহায়তা আমাদের অনেক কাজে লাগবে। আমার ছেলে এখনো কর্মহীন হয়ে বাড়িতে বসে আছে। ঘরে খাবার নেই। জানি না এ দুর্যোগকাল আর কতদিন চলবে।’
কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর সীমান্তের কর্মহীন রিকশা-ভ্যানচালক সেকেন্দার আলী (৪৮) বলেন, ‘এই মুহূর্তে ঘরে খাবার নেই। অনেক কষ্টে বাঁচতে হচ্ছে। এ সময় ত্রাণ সহায়তা অনেক উপকারে আসবে। এখনো করোনা পরিস্থিতি আমাদেরকে কর্মহীন করে রেখেছে। রিকশা-ভ্যান নিয়ে বাইরে গেলেও আয় হচ্ছে না।’
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এসএম তৌহিদুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিদ্যানন্দ ফাউন্ডেশনের পাঠানো ত্রাণ সহায়তা আমরা সীমান্তের ও চরাঞ্চলের কর্মহীন অসহায় জনসাধারণের কাছে পৌঁছে দিচ্ছি।’
Comments