ময়মনসিংহে সন্দেহভাজন ৫ জেএমবি সদস্য গ্রেপ্তার
ময়মনসিংহের মুক্তাগাছায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন পাঁচ জন সদস্যকে আটক করেছে র্যাব। অভিযানে বিপুল সংখ্যক জিহাদি বই ও লিফলেট জব্দ হয়েছে।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছার নালীখালী এলাকায় আজ ভোর পৌনে চারটার দিকে অভিযান চালায় র্যাবের একটি দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় পাঁচ জনকে আটক করা হয়। পালিয়ে যায় চার থেকে পাঁচ জন।
আটকরা হলেন—মনোয়ার হোসেন ওরফে মাজন, তার ভাই সানোয়ার হোসেন ওরফে সাজন, মো. শফিকুল ইসলাম, মো. মোস্তফা ও আব্দুস সামাদ। ২৪ থেকে ৪০ বছরের মধ্যে এদের বয়স। তাদের থেকে উগ্রবাদী বই, লিফলেট, ভিডিওসহ তিনটি মোবাইল উদ্ধার করা হয়। এদের মধ্যে মোস্তফার নামে নারায়ণগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
গ্রেপ্তার পাঁচ জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান যে তারা মুফতি জামিলুদ্দীন, জসীমুদ্দীন রাহমানীর বয়ান শুনে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে জেএমবিতে যোগ দেন। তারা সংগঠনের জন্য চাঁদা (ইয়ানত) তোলার কাজ করতেন।
র্যাব আরও জানায়, আটক পাঁচ জনকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
আর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, আদালতের মাধ্যমে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।
Comments