আন্দোলন থেকে নিউইয়র্কের মেয়রের মেয়েকে গ্রেপ্তার করেছিল পুলিশ
নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিওর মেয়েকে গত শনিবার রাতে বিক্ষোভ চলার সময় গ্রেপ্তার করেছিল পুলিশ। পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়ডের মৃত্যুর প্রতিবাদে ম্যানহাটনের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছিলেন মেয়রের মেয়ে।
পুলিশের বরাতে সিএনএন জানায়, মেয়রের মেয়ে চিয়ারা ডি ব্লাজিওকে গ্রেপ্তার করা হয় এবং পরে পরিচয় জেনে ছেড়ে দেওয়া হয়। সে তার বাবার পরিচয় ব্যবহার করে কোনো সুবিধা নেয়নি।
চিয়ারার বিরুদ্ধে ব্রডওয়েতে গাড়ি আটকানোর অভিযোগ আনা হয়েছিল। পুলিশ তাকে সেখান থেকে সরে যেতে বললেও, তিনি সরেননি। এরপর, তাকে আটক করা হয়। চিয়ারা তার ঠিকানা হিসেবে ইস্ট এন্ড অ্যাভিনিউ বলেছিলেন। তবে, তিনি পুলিশকে বলেননি যে তার বাবা মেয়র যার নিয়ন্ত্রণে কাজ করে নিউইয়র্কের পুলিশ।
জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। নিউইয়র্কে দিনের বেলা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখা গেলেও, সন্ধ্যার পর থেকে গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোঁড়ার ঘটনাও ঘটছে।
Comments