নাইক্ষ্যংছড়িতে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক চোরাকারবারি নিহত
বান্দরবান জেলার নাইক্ষ্যছড়ি উপজেলার ঘুমধুমের বাইশফাঁড়ি নামক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে মাদক চোরাকারবারিদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গা মাদক চোরাকারবারি আব্দুর রহমান নিহত হয়েছেন।
আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিজিবি ৮০ হাজার ইয়াবা, একটি লম্বা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।
বিজিবির কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক আলী হায়দার আজাদ আহমদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সীমান্ত দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বাইশফাঁড়ি এলাকার চেয়ারম্যান গোদার পাড়ে অবস্থান নেয়। এ সময় বিজিবির উপস্থিতি জানতে পেরে মাদক চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে সেখানে এক মাদক চোরাকারবারি নিহত হয়।’
‘পরে বিভিন্ন সূত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, মরদেহটি রোহিঙ্গা মাদক চোরাকারবারি আবদুর রহমানের। ঘটনাস্থল থেকে ৮০ হাজার ইয়াবা, একটি লম্বা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়,’ যোগ করেন তিনি।
ঘটনার পর বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত আবদুর রহমান উখিয়ার কুতুংপালং আশ্রয় শিবিরের বাসিন্দা।
এ ঘটনায় বিজিবি বাদী হয়ে নাইক্ষ্যছড়ি থানায় মাদক ও অস্ত্র আইনে আলাদা দুইটি মামলা দায়ের করেছে।
Comments