ঠাকুরগাঁওয়ে জঙ্গল থেকে নারীর মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলায় একটি জঙ্গলের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নারগুণ ইউনিয়নের পশ্চিম নারগুণ গ্রামের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তবে, তার পরিচয় এখন পর্যন্ত জানাতে পারেনি পুলিশ।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভিরুল ইসলাম বলেন, 'আজ সোমবার দুপুরে মামুন আলী নামে ঠাকুরগাঁও পৌর এলাকার এক তরুণ ওই বনের ভেতর পাখি শিকারে যান। সে সময় তিনি খড় ও মাটি চাপা দেওয়া একটি মানুষের পা দেখতে পান।'
পরে স্থানীয় লোকজনসহ খুঁজে মরদেহটি পায়। পুলিশকে খবর দিলে, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি বলেন, 'মৃত নারীর বয়স ২৫ থেকে ৩০ বছর হবে। ধারণা করা হচ্ছে, ৭-৮ দিন আগে ওই তরুণীকে হত্যা করে দুর্বৃত্তরা লাশটি বনের ভেতরে খড় ও মাটি চাপা দিয়ে চলে যায়।'
এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে বলেও জানান ওসি ।
Comments