দেশের বেসরকারি খাতে এডিবির ঋণ বাড়ছে ২৩৭ মিলিয়ন ডলার
চলমান করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের বেসরকারি খাতকে চাঙ্গা করতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ সহায়তা বাড়ছে ২৩৭ মিলিয়ন ডলার।
এর আগে এডিবির ঋণ সহায়তা ছিল ৫১৮ মিলিয়ন ডলার যা বাড়িয়ে ৭৫৫ মিলিয়ন ডলার করা হচ্ছে।
আজ মঙ্গলবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, এডিবির ট্রেড ফিন্যান্স প্রোগামের (টিএফপি) আওয়ায় ঘোষিত ঋণ দেশের ১২টি অংশীদার ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হবে।
বিজ্ঞপ্তিতে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ‘কোভিড-১৯ এর প্রভাবে অর্থনীতি বিশেষ করে বাংলাদেশের বেসরকারি খাতে অর্থের যোগান দিতে টিএফপির আওয়ায় ঋণ সহায়তা বাড়ছে।’
এর ফলে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হবে, আমদানি-রপ্তানি বাড়বে এবং চাকরির সুযোগ সৃষ্টি হবে উল্লেখ করে তিনি আশা করেন এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে অবদান রাখবে।
Comments