বাসের ভাড়া বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন
বাসের ভাড়া বাড়ানোর প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বগুড়ার সাতমাথা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু যখন ঊর্ধ্বমুখী, তখন প্রয়োজন ছিল আরও কঠোর লকডাউন। কিন্তু সরকার স্বাস্থ্য বিশেষজ্ঞ ও টেকনিক্যাল কমিটির মত উপেক্ষা করে অফিস-আদালত দোকানপাট গণপরিবহন খুলে দিয়ে জনগণকে মৃত্যু ঝুঁকির মধ্যে ফেলেছে। সরকার বলেছে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলবে অর্থাৎ ৫০ ভাগ সিট খালি থাকবে। কিন্তু অতীত অভিজ্ঞতা বলে যে সরকার, প্রশাসন ফিটনেস বিহীন গাড়ি চলাচল বন্ধ করতে পারেনি। লাইসেন্সবিহীন চালকের গাড়ি চালানো বন্ধ করতে পারেনি।
বক্তারা আরও বলেন, একতরফা মালিকদের স্বার্থ রক্ষায় বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে ভাড়া বাড়ানো হয়েছিল সেটাই ছিল অযৌক্তিক। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এক-তৃতীয়াংশে নেমে আসার পরও আমাদের দেশে তেলের দাম কমানো হয়নি। জ্বালানি তেলের দাম কমালে ভাড়া বাড়ানোর প্রয়োজন হবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা সমন্বয়ক জিন্নাতুল ইসলাম। বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাসদের সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা শাখার সভাপতি রাধারানী বর্মন, ওয়ার্কাস পার্টি নেতা শাহাদাত হোসেনসহ আরও অনেকে।
Comments