ভারতকে অনুসরণ করেই ফিটনেসে উন্নতি এসেছে: তামিম

tamim iqbal
ছবি: ফিরোজ আহমেদ

এক সময় ক্রিকেটে ফিটনেসের দিক থেকে এগিয়ে থাকত উপমহাদেশের বাইরের দলগুলো। কিন্তু সেই জায়গায় এসেছে বদল। ফিটনেসে দারুণ উন্নতি করে নিজেদেরকে উদাহরণ হিসেবে তৈরি করেছে ভারতীয় ক্রিকেট দল। আনছে সাফল্যও। একটা পর্যায়ে ফিটনেসে পিছিয়ে থাকা বাংলাদেশও এক্ষেত্রে ভারতীয়দের অনুসরণ করে উন্নতি করেছে বলে জানালেন তামিম ইকবাল।

ক্রিকেটওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর আয়োজনে সঞ্জয় মাঞ্জরেকারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও চ্যাট করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। আলাপের এক পর্যায়ে ভারতের সাবেক এই ক্রিকেটার ফিটনেসের দিক থেকে বাংলাদেশের চোখে পড়ার মতো উন্নতি নিয়ে তামিমের কাছে জানতে চান।

তামিম জানান, গত দুই-তিন বছরে পুরো বাংলাদেশ দলের চিন্তার জগতে বড় বদল এসেছে, ‘গত দুই-তিন বছরে এই জায়গায় আমাদের বড় উপলব্ধি হয়েছে যে, ফিটনেসে অনেক উন্নতি করতে হবে। ভুঁড়ি নিয়ে খেলা চলবে না। এক সময় আমি নিজেও ফিটনেস নিয়ে ভাবতাম না। তখন আমার চিন্তাটা যে ভুল ছিল, এটা স্বীকার করতে লজ্জা নেই।’

আর এই বদলের জন্য ভারতের ক্রিকেটারদের অনুসরণ করার কথাও বলেন তামিম, ‘সঞ্জয় ভাই, একজন ভারতীয় ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটারের সঙ্গে কথা বলছি বলে নয়, আমি বলব, ভারত যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, তাদের অনেক কিছুই আমরা অনুসরণ করি। ভারতীয়রা যখন ফিটনেস বদলাতে শুরু করল, সেটিই আমাদেরকে সবচেয়ে প্রভাবিত করেছে।’

ফিটনেসের দিক থেকে বিশ্বের ক্রিকেটারদের মধ্যে আদর্শ নাম ভারত অধিনায়ক বিরাট কোহলি। তামিম জানালেন, ৩ বছর আগেও কোহলির ফিটনেস নিয়ে কাজ দেখে লজ্জা পেতেন তিনি, ‘আমার বলতে দ্বিধা নেই। আমি মনে হয় প্রকাশ করতে পারি। দুই-তিন বছর আগে যখন বিরাট কোহলিকে জিমে কাজ করতে দেখলাম, আমার কিন্তু লজ্জা লাগত। সত্যিই নিজেকে নিয়ে লজ্জা পেতাম। মনে হতো, “ও হয়তো আমারই বয়েসি, অথচ এত ট্রেনিং করে সাফল্য পাচ্ছে। আর আমি তো তার অর্ধেকও করছি না।” তখন থেকেই চেয়েছি তার পর্যায়ে যেতে না পারি, অন্তত তার পথটা তো অনুসরণ করতে পারি।’

তবে এখন আর বাইরে নয়, তামিমের মতে, বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা নিজেদের দলেই পেয়ে গেছেন এমন একজনকে, যিনি নিজেকে করেছেন অনুকরণীয়, ‘আর এখন আমাদের দলেও দারুণ উদাহরণ তৈরি হয়েছে। যেমন- মুশফিকুর রহিম। তার ক্রিকেটীয় দিকে যাচ্ছি না, কেবল ফিটনেস যেভাবে সামলায় সে, তা অনুকরণীয়। বিরাট কোহলি আদর্শ অবশ্যই। তবে এখন মুশফিকও বাংলাদেশ দলের তরুণদের আদর্শ হতে পারে।’

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

17m ago