আসামে ভূমিধসে ২০ জনের মৃত্যু
ভারতের আসামে ভূমিধসে অন্তত ২০ জন মারা গেছেন। মঙ্গলবার, স্থানীয় সময় দুপুরের দিকে আসামের তিনটি জেলায় ভূমিধসের ঘটনা ঘটে।
এনডিটিভি জানায়, আসামের বারাক উপত্যকা অঞ্চলে প্রচণ্ড বৃষ্টির কারণে একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে।
ভূমিধসে দক্ষিণ আসামের কাচার জেলায় সাত জন, হাইলাকান্দিতে সাত জন ও করিমগঞ্জে ছয় জন মারা গেছেন। এছাড়াও আরও অনেকে আহত হয়েছেন।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছেন।
এদিকে, আসামে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিন লাখেরও বেশি মানুষ। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আসামের দক্ষিণাঞ্চলের গোয়ালপাড়া, নাগাঁও ও হোজাই জেলা।
দেশটির সরকারি হিসাব অনুযায়ী, বন্যায় ৩৪৮টি গ্রাম ডুবে গেছে। মারা গেছেন ৬ জন।
আসামের দুর্যোগ মোকাবিলা বাহিনী জানায়, বন্যায় ওই রাজ্যের প্রায় ২৭ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে।
Comments