বার্সাতেই থাকছেন মেসি
ইচ্ছে করলেই বার্সেলোনা ছাড়তে পারেন লিওনেল মেসি। তাও আবার মুফতে! অর্থাৎ নতুন যে ঠিকানায় তিনি পাড়ি জমাবেন, সেই ক্লাবের বার্সাকে কোনো টাকা-পয়সা দিতে হবে না!
খোলাসা করা যাক। বার্সার সঙ্গে আর্জেন্টাইন ফরোয়ার্ডের বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে আগামী ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত। কিন্তু চুক্তিতে জুড়ে দেওয়া আছে চমকপ্রদ একটা শর্ত- চাইলেই প্রতি মৌসুমের শেষে বিনামূল্যে কাতালান শিবির ছাড়তে পারবেন ৩২ বছর বয়সী তারকা। তবে শর্ত কার্যকর করতে হলে ক্লাবকে ১ জুনের আগে সিদ্ধান্ত জানাতে হবে রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে।
মেসি অবশ্য এমন কিছু করেননি। তাতে নিশ্চিত হয়ে গেছে, আরও একটা মৌসুমে তিনি থাকছেন স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনাতেই। তবে দলের এই প্রাণভোমরাকে দীর্ঘ মেয়াদে ধরে রাখতে শিগগিরই নতুন চুক্তি করতে হবে তাদেরকে। আর এ ব্যাপারে বার্সা বরাবরই আশাবাদের কথা ব্যক্ত করে আসছে।
উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ফের মাঠে গড়াবে স্থগিত হয়ে থাকা স্প্যানিশ লা লিগা। রিয়াল বেতিস ও সেভিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে আবার শুরু হবে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ফুটবল লিগ। বাকি ম্যাচগুলোর চূড়ান্ত সূচিও প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময় অনুসারে, আগামী ১৩ জুন দিবাগত রাত ২টায় মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। তাদের প্রতিপক্ষ মায়োর্কা। পরদিন আরেক শীর্ষ দল রিয়াল মাদ্রিদ খেলতে নামবে লেগানেসের বিপক্ষে। এই ম্যাচটি শুরু হবে রাত ১১টা ৩০ মিনিটে।
Comments