নোয়াখালীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক কারাগারে

নোয়াখালীর চাটখিলে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
arrest logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর চাটখিলে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. ফয়সাল (২৩) ওই গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে সোমবার রাতে চাটখিল থানায় একটি মামলা দয়ের করেন।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া জানান, গ্রেপ্তারকৃত যুবক সোমবার দুপুরে প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুর চিৎকারে তার মা এগিয়ে গেলে ফয়সাল পালিয়ে যায়।

এ ঘটনায় সোমবার রাত ১২টার দিকে শিশুটির মা-বাবা থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ সেটি নথিভুক্ত করে। আজ ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে বাড়ি থেকে অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করা হয়।

আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

12h ago