চট্টগ্রামে বিপন্নপ্রায় হর্নবিল উদ্ধার
চট্টগ্রামের দেওয়ানহাট এলাকা থেকে বিশ্বব্যাপী বিপন্নপ্রায় পাঁচটি হর্নবিল প্রজাতির পাখি উদ্ধার করেছে বনবিভাগ। আজ বুধবার সকালে বনবিভাগের ওয়ইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের পরিচালক জহির আকন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেওয়ানহাট কবুতর মার্কেটের একটি দোকানের সামনে থেকে পাখিগুলো উদ্ধার করা। দোকানটি বন্ধ ছিল। পাখিগুলোর সঙ্গে কোনো ব্যক্তিকে দেখা যায়নি। শিগগির কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাখিগুলো অবমুক্ত করা হবে।’
চট্টগ্রাম বনবিভাগের (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ) রেঞ্জ অফিসার ফরিদ উদ্দিন তালুকদার অভিযানে উপস্থিত ছিলেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পাখিগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। আজ ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাখিগুলো অবমুক্ত করা হবে।’
Comments