বিকেলে মুম্বাইয়ে আঘাত হানতে পারে ‘অতি সুপার সাইক্লোন নিসর্গ’
প্রায় ১০০ বছরেরও বেশি সময় পর ভারতের মুম্বাই সংলগ্ন এলাকায় আঘাত হানতে যাচ্ছে কোনো ঘূর্ণিঝড়।
দেশটির মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যের উপকূলের দিকে ঘুর্ণিঝড়টি এগিয়ে আসছে উল্লেখ করে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আজ বুধবার ভারতীয় সময় বিকেলের দিকে মুম্বাইয়ে স্থলভূমিতে আঘাত হানতে পারে ‘নিসর্গ’।
ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ‘নিসর্গ’ আগামী ১২ ঘণ্টায় ‘অতি সুপার সাইক্লোনে’ পরিণত হয়ে ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝড় সৃষ্টি করতে পারে।
করোনাভাইরাসে মুম্বাই শহরে এখন পর্যন্ত আক্রান্ত ৪১ হাজার মানুষ। ঘূর্ণিঝড়ের কারণে নগরীর কয়েকটি এলাকায় ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে।
মহারাষ্ট্র ও গুজরাট উপকূলবর্তী সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৩০টি দল নামানো হয়েছে।
গুজরাটের ভালসাড় ও নবসারি জেলার ৪৭টি গ্রামের ২০ হাজার মানুষকে সরানো হয়েছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, মুম্বাই শহরে বস্তিবাসীদের, বিশেষ করে নিচু এলাকার বাসিন্দাদের অন্যত্র সরানো হয়েছে। করোনার জন্য ব্যবহৃত নয় এমন হাসপাতালগুলোকে জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতেও বলা হয়েছে।
Comments