করোনায় মেরিন সিটি মেডিকেল কলেজ শিক্ষক ডা. এহসানের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও এক চিকিৎসক। এ নিয়ে করোনায় দেশে ১৩ জন চিকিৎসকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ বুধবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান করোনায় আক্রান্ত চট্টগ্রামের মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. এহসান।
মৃতের পরিবারের বরাত দিয়ে বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।
তিনি জানান, ডা. এহসান করোনায় আক্রান্ত ছিলেন। পরে চিকিৎসায় তার লিউকেমিয়া সমস্যা ধরা পড়ে।
তিনি আরও জানান, ডা. এহসান কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৩ নম্বর চিকিৎসক। এর আগে, আরও ১২ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চার জন চিকিৎসক।
Comments