সিকদার গ্রুপের এমডি’র গাড়ি জব্দ
সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের ব্যবহৃত ল্যান্ড ক্রুজার গাড়ি জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)।
আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘সিকদার গ্রুপের মালিক জয়নাল শিকদারের দুই ছেলে রন হক সিকদার ও দিপু হক সিকদারের বিরুদ্ধে গুলশান থানায় এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তা হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে।’
‘এজাহারে উল্লেখ করা হয়েছে, এক্সিম ব্যাংকের এমডিকে লক্ষ্য করে গুলি ছোড়ার সময় রন হক সিকদার ওই গাড়িটিতে অবস্থান করছিলেন। পরশু থেকে মামলাটি ডিবি তদন্ত শুরু করেছে। বর্তমানে জব্দ গাড়িটিও তাদের হেফাজতে আছে,’ যোগ করেন তিনি।
Comments