ঝিনাইদহে আ. লীগ কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ
ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ইসলামপুর পুটিয়া গ্রামে আওয়ামী লীগ কর্মী রিন্টু বিশ্বাসকে (৪০) পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল রাতে ওই গ্রামে এ ঘটনা ঘটে।
রিন্টু বিশ্বাসের ভাই ঝন্টু মিয়ার অভিযোগ, রিন্টু বিশ্বাস গোয়ালপাড়া থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথে ওৎ পেতে থাকা ইসলামপুর পুটিয়া গ্রামের শাহীনুর, আলতাফসহ ৭-৮ জনের একটি দল তার গতিরোধ করে লাঠি, রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঝন্টু বিশ্বাস বলেন, ‘শাহীনুর আগে বিএনপি করত। সম্প্রতি আওয়ামী লীগে যোগদান করে স্থানীয় বিএনপি নেতাদের আশ্রয় দিচ্ছে এবং আওয়ামী লীগের কর্মীদের এভাবে মারধর ও হয়রানি করছে।’
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Comments