মানিকগঞ্জে মাস্ক না পরায় ৭ জনকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় মাস্ক না পরার দায়ে সাত জন পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে সাটুরিয়া বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ-জোহরা।
স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জের সাটুরিয়ায় মাস্ক না পরার দায়ে সাত জন পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে সাটুরিয়া বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ-জোহরা।

সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ-জোহরা বলেন, ‘অর্থদণ্ড প্রাপ্ত সাত জনের মধ্যে তিন জন ট্রাক চালক, দুই জন ক্রেতা ও দুই জন মোটর সাইকেল আরোহী। সরকারি আদেশ অমান্য করে মাস্ক না পরে ঘোরা-ফেরা করছিলেন। এ কারণে তাদের প্রত্যেককে পাঁচশ টাকা করে ৩ হাজার পাঁচশ টাকা জরিমানা আদায় করা হয়েছে।’

‘এই অভিযান অব্যাহত থাকবে। আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে তাদের অল্প পরিমাণে জরিমানা করা হয়েছে। এটা তাদের জন্য একটি সতর্কবার্তা। কোনোভাবেই কাউকে রাস্তায় মাস্ক ছাড়া চলতে দেওয়া হবে না। সরকারের আইন শতভাগ মেনে চলতে হবে। অন্যথায় সর্বোচ্চ শাস্তি অর্থাৎ এক লাখ টাকা জরিমানা অথবা ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে,’ বলেন তিনি।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রত্যেককে স্বাস্থ্যবিধি রক্ষা করে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যদি মাস্ক না পরে, তাহলে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা অথবা ছয় মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English
Bangladeshi migrant workers in gulf countries

Can we break the cycle of migrant exploitation?

There has been a silent consensus on turning a blind eye to rights abuses of our migrant workers.

8h ago