অ্যাজমা সমস্যা নিয়ে সিএমএইচে প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন পুরনো অ্যাজমার সমস্যা নিয়ে দুই দিন ধরে সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মাদ সাইফুর রহমান।
তিনি দ্য ডেইলি স্টারকে আজ বুধবার এ তথ্য জানান।
তিনি এক এসএমএস বার্তায় বলেন, 'প্রধান বিচারপতি সুস্থ আছেন। পুরনো অ্যাজমা সমস্যার কারণে তিনি সিএমএইচে ভর্তি আছেন। চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা করেছেন। তার সোডিয়ামের ঘাটতি রয়েছে। সে কারণে, তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং হাসপাতালের কেবিনে তিনি বিশ্রামে আছেন।'
তিনি আরও জানান, প্রধান বিচারপতি গত দুই দিনে হাসপাতালের কেবিনে থেকেই অন্তত ১০০টি ফাইলে সই করেছেন। তাই, প্রধান বিচারপতির স্বাস্থ্যগত বিষয়ে বিভ্রান্তির কোনও অবকাশ নেই বলে তিনি জানান।
Comments