১৭ ঘণ্টা পর মাতামুহুরী নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজার চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে নিখোঁজের ১৭ ঘণ্টা পর সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেলে নদীর আকতার মিয়া চৌধুরী খামার সংলগ্ন স্লুইচ গেটের পাশ থেকে আরমানের মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজার চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে নিখোঁজের ১৭ ঘণ্টা পর সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেলে নদীর আকতার মিয়া চৌধুরী খামার সংলগ্ন স্লুইচ গেটের পাশ থেকে আরমানের মরদেহ উদ্ধার করা হয়।

আরমান চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।  

জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে আরমান নৌকা থেকে নদীতে পড়ে যায়। গতকাল তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আজ বিকেলে তার মরদেহ নদীতে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। 

কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম সিকদার জানান, পেকুয়া উপজেলা দমকল বাহিনীর সদস্যরা আজ বুধবার দুপুরে উদ্ধার অভিযান পরিচালনা করে। এ ছাড়া, চট্টগ্রামের একটি ডুবুরী দলও উদ্ধার অভিযান চালায়। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, শিশুটি গতকাল মাতামুহুরী নদীর বাঘগুজারা বাজার পয়েন্টে একটি মাছ ধরার ছোট নৌকায় খেলছিল। এ সময় সে নদীতে পড়ে যায়।

Comments

The Daily Star  | English

Yunus seeks US support to rebuild Bangladesh, implement reforms

Tells US delegation that Bangladesh is in a significant moment in its history

Now