জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে ৪ পুলিশ অফিসারের বিরুদ্ধে হত্যা মামলা
জর্জ ফ্লয়েড হত্যা নিয়ে ক্ষোভে ফুসে উঠেছে পুরো যুক্তরাষ্ট্র। সবার দাবি এই হত্যার সময় উপস্থিত চার জন পুলিশ সদস্যের নামেই হতে হবে হত্যা মামলা। অবশেষে সেই দাবি পূরণ হলো।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের মিনেসোটার সেই পুলিশ অফিসার ডেরেক চৌভিনের (৪৪), যে জর্জ ফ্লয়েডের ঘাড় নিজের হাঁটু দিয়ে চেপে ধরেছিলেন, তার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ থার্ড ডিগ্রি থেকে বাড়িয়ে আরও গুরুতর সেকেন্ড ডিগ্রিতে উন্নীত করা হয়েছে। এরই সঙ্গে, হত্যাকাণ্ডের সময় সেখানে উপস্থিত থাকা অপর তিন পুলিশ সদস্যকেও হত্যায় সহায়তার দায়ে মামলায় অভিযুক্ত করা হয়েছে।
জর্জ ফ্লয়েড হত্যার এক সপ্তাহেরও বেশি সময় পর এই ঘোষণার সময় মিনেসোটার এটর্নি জেনারেল কীথ এলিসন বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই পরিবর্তন হয়েছে মি. ফ্লয়েড, তার পরিবার, আমাদের সম্প্রদায় এবং আমাদের রাষ্ট্রের জন্য ন্যায়বিচারের স্বার্থে।’
মামলায় মূল অভিযুক্ত ডেরেক চৌভিন ছাড়াও এখন নতুন করে সহযোগিতার অভিযোগে অভিযুক্ত হলেন টমাস লেন (৩৭), জে আলেকজান্ডার কুয়েং (২৬) এবং টাউ থাও (৩৪)।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সেকেন্ড ডিগ্রি হত্যা এবং এতে সহযোগিতার মামলায় দোষী সাব্যস্ত হলে ৪০ বছর পর্যন্ত জেল হতে পারে।
Comments