উ. কোরিয়া বিরোধী প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দ. কোরিয়ার সঙ্গে সামরিক চুক্তি বাতিলের হুমকি
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বোন কিম ইয়ো-জং হুমকি দিয়েছেন, দক্ষিণ কোরিয়ায় তৈরি উত্তর কোরিয়া বিরোধী লিফলেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দেশটির সঙ্গে সামরিক চুক্তি বাতিল করা হবে।
দক্ষিণ কোরিয়ান সংবাদ এজেন্সি ইয়োনাপের এক প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির প্রথম উপ-বিভাগ পরিচালক কিম ইয়ো-জং এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই ধরনের প্রতিকূল কর্মকাণ্ডের পাশাপাশি পারস্পরিক বিশ্বাস ও সমন্বয় চলতে পারে না।
বিবৃতিতে তিনি বলেন, ‘স্পষ্টভাবে বলছি, দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ যদি অজুহাত দেখানোর পরিস্থিতি অব্যাহত রাখতে দেয় তাহলে তাদেরকে এর জন্য চরম মূল্য দিতে বাধ্য করা হবে।’
চলতি সপ্তাহের শুরুর দিকে দেশত্যাগ করা উত্তর কোরিয়ার একদল মানুষ বেলুনে বেঁধে উত্তর কোরিয়ার সীমান্তে প্রায় ৫ লাখ লিফলেট ছেড়ে দেয়। সেসব লিফলেটে পারমানবিক অস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার নেতাদের সিদ্ধান্ত এবং কৌশলগত পরিবর্তন নিয়ে সমালোচনা করা হয়েছিল।
Comments