ভারতে গণপিটুনিতে নিহত বাংলাদেশির বাড়ি মৌলভীবাজারে
ভারতে গণপিটুনিতে নিহত ব্যক্তির বাড়ি মৌলভীবাজার জেলায় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার লাটিটিলা বিজিবি ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘বিএসএফ আমাদের সঠিক ঠিকানা দিতে পারেনি। যে ঠিকানা দিয়েছিল, সেখানে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।’
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘আমরা ছবি নিয়ে এলাকায় এলাকায় ঘুরে গতকাল নিহত ও আহত দুই জনের পরিচয় শনাক্ত করেছি। মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফ’র সঙ্গে বিজিবি’র যোগাযোগ হয়েছে।’
বিজিবি সূত্র জানায়, গত ৩১ মে ভারতের করিমগঞ্জে চার জনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় বাসিন্দারা। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, আহত হয় আরও তিন জন। নিহত ব্যক্তির নাম রণজিত রিকমন (৩৬)। তার বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ধামাই বাজার টিল্লা এলাকায়। রণজিতের বাবার নাম রসিক লাল রিকমুন। গণপিটুনিতে আহত হয়েছেন একই উপজেলার কুচাই চা বাগানের মৃত গাজু মুন্ডার ছেলে মলোন মুন্ডা (৪০)। অন্য দুই জন ভারতীয় বলে জানা গেছে।
Comments