বাংলামোটরে বাসচাপায় ২ জনের মৃত্যু

রাজধানীর বাংলামোটরে একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহীসহ দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মোটরসাইকেল
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর বাংলামোটরে একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহীসহ দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই জন হলেন— বরিশালের মুলাদি উপজেলার বেলায়েত (৫২), ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মকসুদুর (৪২)।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার এসআই আমিনুল আসলাম। তিনি বলেন, ‘আজ সকাল সাড়ে ১১টার দিকে বিহঙ্গ পরিবহনের ফার্মগেটগামী একটি বাস প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পরে এক পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী ও পথচারীর মৃত্যু হয়। এতে মোটরসাইকেলের অপর আরোহী জাকির (৪০) আহত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘নিহত দুই জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া, আহত আরোহীকেও ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

‘এই ঘটনার পর বাসটি জব্দ করে চালককে আটক করা হয়েছে’, যোগ করেন তিনি।

ফার্মগেটগামী এই বাসটি ফাঁকা সড়কে বেপরোয়াভাবে চালানো হচ্ছিল বলে এক প্রত্যক্ষদর্শী দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

Comments

The Daily Star  | English
bd govt logo

25 districts including Dhaka get new DCs

Deputy commissioners were withdrawn from these districts on August 20

1h ago