টাঙ্গাইলে বাবার সামনে ছেলেকে পিষে দিয়ে গেল বেপরোয়া বাস
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাসচাপায় মাজেদুর রহমান নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মাজেদুরের বাবা শহীদুর রহমান সামান্য আহত হয়েছেন। শহীদুর রহমানের বাড়ি নাগরপুর উপজেলার ভাররা ইউনিয়নের উরাডাব গ্রামে।
গোরাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান দ্য ডেইলি স্টরকে বলেন, ‘সকালে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন শহীদুর রহমান। পাকুল্যা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শহীদুর সড়কের পাশে ও মাজেদুর সড়কের ওপর ছিটকে পড়েন। সে সময় বাসটি মাজেদুরকে পিষে দিয়ে চলে যায়।’
তিনি বলেন, ‘হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করেছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
Comments