শীর্ষ খবর

মে মাসে সড়ক দুর্ঘটনার প্রায় অর্ধেকই মোটরসাইকেল সংশ্লিষ্ট

দেশে সাধারণ ছুটির মধ্যে এপ্রিলের তুলনায় মে মাসে সড়ক দুর্ঘটনার সংখ্যা যেমন বেড়েছে তেমনি প্রায় দ্বিগুণ হয়েছে নিহতের সংখ্যা। এর মধ্যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়।
মোটরসাইকেল
স্টার অনলাইন গ্রাফিক্স

দেশে সাধারণ ছুটির মধ্যে এপ্রিলের তুলনায় মে মাসে সড়ক দুর্ঘটনার সংখ্যা যেমন বেড়েছে তেমনি প্রায় দ্বিগুণ হয়েছে নিহতের সংখ্যা। এর মধ্যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়।

রোড সেফটি ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী, গত মে মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ২১৩টি। যেখানে এপ্রিলে দুর্ঘটনার সংখ্যা ছিল ১১৯।

মে মাসে সড়কে প্রাণ গেছে ২৯২ জন এবং আহত ২৬১ জন। নিহতের মধ্যে নারী ৩৯, শিশু ২৪। সেখানে তার আগের মাসে নিহত হয়েছিল ১৩৮ জন।

মে মাসে এককভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটেছে। ৯৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ৮৯ জন, যা মোট নিহতের ৩৩ দশমিক ৪৭ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৫ দশমিক ৫৩ শতাংশ।

দুর্ঘটনায় ৫৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৯.১৭ শতাংশ। পরিবহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনায় ১৮ থেকে ৬০ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ১৯৬ জন, অর্থাৎ ৬৭.১২ শতাংশ। এই সময়ে নয়টি নৌ-দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ১৭ জন নিখোঁজ হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

দুর্ঘটনায় ট্রাক যাত্রী ১৯, পিকআপ ভ্যানের যাত্রী ১২, প্রাইভেট কার যাত্রী আট, সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ১১, কাভার্ড ভ্যান যাত্রী চার, মাইক্রোবাস যাত্রী তিন, ট্রলি যাত্রী পাঁচ, অটোরিকশা যাত্রী ২১, নসিমন-করিমন-ভটভটি-আলমসাধু-মাহিন্দ্র ইত্যাদি স্থানীয় যানবাহনের ৬৪ জন যাত্রী নিহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

At least 76 RMG workers injured in Cumilla

At least 76 garment workers were injured when they tried to rush to exit the factory building in Chauddagram of Cumilla after a 5.6 tremor jolted the country this morning

6m ago