জামালপুর-২ আসনের সংসদ সদস্যের করোনা শনাক্ত
জামালপুর-২ (ইসলামপুর) সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া, দুই উপজেলা ভাইস চেয়ারম্যান, এক ম্যাজিস্ট্রেট, এক উপজেলা প্রকৌশলী ও দুই স্বাস্থ্যকর্মীসহ জেলায় মোট ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৩০৪ জনের করোনা শনাক্ত হলো।
জেলা সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া, জেলার এক নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইসলামপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও আরেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা প্রকৌশলীর করোনা শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, করোনা শনাক্ত হয়েছে সরিষাবাড়ি ও ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের দুই স্বাস্থ্যকর্মী, সদর থানার এক পুলিশ কনস্টেবলের ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের।
তারা সবাই নিজ বাড়িতে হোম আইসোলেশনে আছেন এবং অন্যরা শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশনে আছেন বলে জানান সিভিল সার্জন।
তিনি বলেন, ‘নতুন শনাক্তদের নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল।’
জেলায় এ পর্যন্ত ১৩২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন আর চার জন মারা গেছেন বলেও জানান তিনি।
Comments