হবিগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ১১ বছরের শিশু ওরকাইদ ও ১৭ বছরের নছর উদ্দিনের বজ্রপাতে মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পৃথক স্থানে এই ঘটনা ঘটে।
মৃত ওরকাইদ উপজেলার নোয়াওই গ্রামের দরদ মিয়ার ছেলে ও নছর উদ্দিন মানিকা গ্রামের আব্দুল সালামের ছেলে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, সকাল আটটায় ওরকাইদ তার বড় জুনাইদের সঙ্গে বাড়ির পাশে একটি বিলে মাছ ধরতে যায়। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে ওরকাইদ মারা যায়। এতে আহত হয় জুনাইদ ও তার বন্ধু উসমান।
আহতদের কে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
এ দিকে, একই উপজেলার মানিকা গ্রামের নছর উদ্দিন ভোরের দিকে জারিয়া বিলে মাছ ধরতে যায়। সকাল ৯টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়।
দুটি ঘটনায় বাহুবল থানায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মো. কামরুজ্জামান।
Comments