৭ জুন থেকে মোটরযানের অনলাইন নিবন্ধন শুরু
করোনা পরিস্থিতিতে আগামী সাত জুন থেকে শুধুমাত্র অনলাইনে মোটরযানের নিবন্ধন আবেদন কার্যক্রম শুরু করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
আজ বৃহস্পতিবার বিআরটিএ’র সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্দেশনা অনুযায়ী করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বিআরটিএর’র মেট্ট/জেলা সার্কেলের সকল পেন্ডিং কাজ অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। এ ছাড়াও, অ্যাকনলেজমেন্ট স্লিপের মেয়াদ বর্ধিতকরণ, মোটরযানের ফিটনেস নবায়ন, ড্রাইভিং লাইসেন্স নবায়নের আবেদন গ্রহণ এবং রুট পারমিট নবায়নের আবেদন গ্রহণ ৩১ মে থেকে শুরু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বর্ণিত সেবাসমূহের পাশাপাশি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে মোটরযান নিবন্ধনের আবেদন গ্রহণ কার্যক্রম আগামী সাত জুন থেকে শুরু হবে।
বিআরটিএ’র অন্যান্য কার্যক্রম পর্যায়ক্রমে চালু হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Comments