ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, হেলপার নিহত

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে বালু ভর্তি একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদের পড়ে গেলে বালু চাপায় হেলপার আসাদুল (১৮) নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন চালক আনারুল ইসলাম (৩০) ও আরেক হেলপার।
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে বালু ভর্তি একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদের পড়ে গেলে বালু চাপায় হেলপার আসাদুল (১৮) নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন চালক আনারুল ইসলাম (৩০) ও আরেক হেলপার। 

আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ও জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

নিহত আসাদুল একই ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের বাসিন্দা। 

আজ দুপুরে জামালপুর ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে বলে জানান ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, ‘দুপুরের দিকে বালু ভর্তি একটি ট্রাক্টর করে তিন জন বালু নিয়ে যাচ্ছিলেন পীরগঞ্জের দিকে। ইউনিয়ন পরিষদের সামনে এসে ট্রাক্টরটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাশের খাদে পড়ে। এসময় বালু চাপা পড়ে হেলপার আসাদুল।’

তিনি আরও বলেন, ‘স্থানীয়রা আহত অবস্থায় চালক ও দুই হেলপারকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক আসাদুলকে মৃত ঘোষণা করেন। ট্রাক্টরের চালক ও অপর হেলপার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

Comments

The Daily Star  | English
Police implicate dead men in vandalism case

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

12h ago