না ফেরার দেশে প্রাক্তন হকি খেলোয়াড় ও সংগঠক শিমুল

বৃহস্পতিবার সন্ধ্যায় পুরান ঢাকার মাহুতটুলিতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিমুল।
Hasan Ahmed Shimul
ছবি: সংগৃহীত

প্রাক্তন হকি খেলোয়াড়, আম্পায়ার ও সংগঠক হাসান আহমেদ শিমুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

বৃহস্পতিবার সন্ধ্যায় পুরান ঢাকার মাহুতটুলিতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিমুল। তিনি স্ত্রী, এক ছেলে ও অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

ওয়ারী ক্লাবের সাধারণ সম্পাদক শামসুল আলম আনু শোক প্রকাশ করে বলেছেন, ‘আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে, আমাদের হকি ক্লাবের সম্পাদক শিমুল আজ সন্ধ্যায় তার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

দেশের শীর্ষ পর্যায়ের হকি ক্লাবগুলোর বিভিন্ন পদে থাকার পাশাপাশি বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাহী সদস্য হিসেবেও কাজ করেন শিমুল। বিভিন্ন উপ-কমিটির হয়েও দায়িত্ব পালন করেন সংগঠকে পরিণত হওয়া এই সাবেক খেলোয়াড়।

ওয়ারী ক্লাব শিমুলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছে।

Comments