সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি
সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে তানভীর শাকিল জয়। আজ শুক্রবার দুপুরে তিনি দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তানভীর শাকিল জয় বলেন, ‘করোনায় আক্রান্ত হলেও আব্বার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। কিন্তু আজ সকালে তার ব্রেইন হ্যামারেজ হয়। তার অস্ত্রোপচার হয়েছে।’
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি নিবিড় পর্যবেক্ষণ এ রয়েছেন। রোগমুক্তির জন্য আমরা সকলের দোয়া কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, নাসিম ভাইয়ের পুত্র তানভীর শাকিল জয় ও অধ্যাপক ডা. রাজিউল হকের সাথে টেলিফোনে যোগাযোগ করেছেন।’
রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করেনাভাইরাস শনাক্ত হয়।
Comments