ঈদযাত্রা: ১৪৯টি সড়ক দুর্ঘটনায় ১৬৮ জন নিহত
এবারের ঈদ যাত্রায় দেশের সড়ক-মহাসড়কে ১৪৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ১৬৮ জন নিহত ও ২৮৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গত ১৯ জুন থেকে ৩১ জুন পর্যন্ত গণমাধ্যমের সংবাদ বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।’
যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে আরও জানানো হয়, ‘ঈদযাত্রায় রেল ও নৌ-পথে ১৫৬টি দুর্ঘটনায় ১৮৫ জন নিহত ও ২৮৩ জন আহত হয়েছেন। একদিনে সর্বোচ্চ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে ঈদের দিন। ১৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২৪ জন আহত হন।’
‘মোট দুর্ঘটনার দুই দশমিক ৬৮ শতাংশ ঢাকা মহানগরীতে, শূন্য দশমিক ৬৭ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও শূন্য দশমিক ৬৭ শতাংশ রেলক্রসিংয়ে সংঘটিত হয়। এ ছাড়া, দুর্ঘটনার ৩০ দশমিক ২০ শতাংশ জাতীয় মহাসড়কে, ৪৭ দশমিক ৬৫ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ১৮ দশমিক ১২ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়,’ যোগ করেন তিনি।
Comments