বগুড়া স্বেচ্ছাসেবক লীগের নেতাকে প্রকাশ্যে হত্যা

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

বগুড়া জেলার স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে ধারালো কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা হলেন মো. আবু হানিফ ওরফে মিস্টার (৪২)। তিনি জেলার শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকার আরমান হোসেনের ছেলে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আবু হানিফ বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।

তিনি বলেন, ‘দুর্বৃত্তরা হানিফকে ধারালো কুঠার দিয়ে কুপিয়ে ফেলে রেখে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুপুর ১২টার সময় সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ডেইলি স্টারকে বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে আবু হানিফকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।’

‘আবু হানিফের নামে হত্যা মামলাসহ নয়টির মতো মামলা বিচারাধীন রয়েছে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘নিজেদের বন্ধু-বান্ধবই তার উপর আক্রমণ করে থাকতে পারে।’

পুলিশ হামলাকারীদের শনাক্ত করে দ্রুত ধরার চেষ্টা করছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago