করোনায় আক্রান্ত সিলেটের সাবেক মেয়র কামরানকে হাসপাতালে ভর্তি

করোনাভাইরাসে আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে তাকে শহরের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি করা হয়।
বদর উদ্দিন আহমদ কামরান। ছবি: স্টার ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে তাকে শহরের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, জ্বর ও বমি নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে, গতকাল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সাবেক মেয়র কামরানের নমুনা পরীক্ষা করা হয়। এতে ফল পজিটিভ এসেছে।

কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত ২৭ মে মায়ের করোনা শনাক্ত হওয়ার পর থেকেই বাবা আইসোলেশনে ছিলেন।’

বদর উদ্দিন আহমদ কামরান ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং তার স্ত্রী আসমা কামরান মহিলা আওয়ামী লীগের সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক।

আরও পড়ুন:

সিলেটের সাবেক মেয়র কামরান করোনায় আক্রান্ত

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago